দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে একটি বিদেশি পিস্তল, দু'টি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলিসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে বিজিবি। সোমবার (১ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি।
আটক হওয়া আরিফুল ইসলাম দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে।
বিজিবি জানায়, সোমবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে অভিযান পরিচালনা করে আটারপাড়া এলাকায় থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোনসহ আরিফুল ইসলাম আটক করা হয়। জব্দ করা অস্ত্র ও সামগ্রীর আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। আসামি ও জব্দকৃত অস্ত্র-সামগ্রী দৌলতপুর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান তাদের নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.