প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৫, ১২:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১২:০৫ এ.এম
চুয়াডাঙ্গায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় ব্যবসায়ী নিহত, আহত অন্তত ৯ জন
ডিপি ডেস্ক :
চুয়াডাঙ্গা সদরে গরুবোঝাই পাওয়ার ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় আক্কাস আলী (৫৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরো নয় জন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার খাড়াগোদা বাজারের অদূরে এ দুর্ঘটনা ঘটে।নিহত আক্কাস আলী ঝিনাইদহ সদর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাঙ্গিয়ারপোতা গ্রামের কয়েকজন গরু ব্যবসায়ী চুয়াডাঙ্গার শিয়ালমারী গরুর হাট থেকে গরু কেনা-বেচা শেষে পাওয়ার ট্রলিযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় খাড়াগোদা বাজার এলাকায় পৌঁছালে তাদের বহন করা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কের পাশের একটি গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আক্কাস আলীর মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিতুদহ ক্যাম্প ইনচার্জ এসআই সামছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের মরদেহ নিয়ে গেছেন তার পরিবারের সদস্যরা।