ডিপি ডেস্ক :
রংপুরের গঙ্গাচড়ায় এক মাদরাসায় শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিষ্ঠানটির এক শিক্ষককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। আটক শিক্ষকের নাম সাজেদুল ইসলাম (২৮)। তিনি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম এলাকার বাসিন্দা।
আজ শনিবার সকালে ভুক্তভোগী শিশুটির বাবা বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা করেছেন।
এ বিষয়ে স্থানীয়রা জানায়, ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠলে উত্তেজিত জনতা শিক্ষক সাজেদুলকে মাদরাসা থেকে আটক করে। পরে ৯৯৯-এ নম্বরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসীর দাবি, গত কয়েক মাসে প্রতিষ্ঠানটির আরো প্রায় ১৮ জন ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছেন ওই শিক্ষক।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর দাদি বলেন, হুজুর (অভিযুক্ত শিক্ষক) মসজিদের ভেতর ঝাড় দিতে বলার নাম করে ডেকে নেন। তারপর সুকৌশলে খারাপ কাজ করেন। বিষয়টি জানাজানি হলে সবাই মিলে তাকে ধরেছি।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ৯৯৯-এ নম্বরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই।উত্তেজিত জনতার হাত থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় আনা হয়। শনিবার সকালে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে মামলা করেছেন। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.