
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর সালদাহ এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন হরিপুর বোয়ালদহ এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. শাহিন (৩৫), জামুর ছেলে মো. জাকির (৩০) এবং মৃত মোসলেমের ছেলে মো. ইসলাম (৫০)।
গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর কুষ্টিয়া ক্যাম্প ও কুষ্টিয়া মডেল থানার একটি যৌথ অভিযানিক দল সালদাহ এলাকায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান ও ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে আটকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হরিপুরসহ আশপাশের এলাকায় অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. আব্দুল আজিজ জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.