Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

যশোরে কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ১ জন

যশোর প্রতিনিধি :

যশোরে প্রায় এক কোটি টাকা মূল্যের স্বর্ণসহ শ্রী বিকাশ কুমার ঘোষ (৩৪) নামেরে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৯ ব্যাটালিয়ন। রবিবার (৭ ডিসেম্বর) ভোরে যশোর সদরের দাইতলা ব্রিজ এলাকায় অভিযানে ৫১৫.৯ গ্রাম ওজনের তিনটি সোনার বার, চারটি স্বর্ণালংকারসহ তাকে আটক করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫টার দিকে ব্যাটালিয়নের একটি টহলদল দাইতলা ব্রিজ এলাকায় অবস্থান নেয়। এ সময় বিশেষ কৌশলে প্যান্টের পকেটে লুকানো অবস্থায় স্বর্ণ বহন করার কারণে তাকে আটক করা হয়।

তিনি কুষ্টিয়ার মিরপুর থানার উত্তর কাটদহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিকাশ কুমার জানান, তিনি ঢাকার তাঁতীবাজারের একটি চক্রের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। জব্দ স্বর্ণের আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৩ লাখ ৩৬ হাজার ৭৫৮ টাকা। এ ছাড়া একটি মোবাইল ফোন, একটি হাতঘড়ি, একটি ইয়ারবাড ও ১ হাজার ৫৪৯ উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার বেড়েছে। এই ধরনের অপরাধ দমনে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও অভিযান আরো জোরদার করা হবে।

Exit mobile version