ডিপি ডেস্ক :
ঝিনাইদহের শৈলকুপায় একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরদল লুট করে নিয়ে গেছে স্বর্ণালংকার ও রুপা।
আজ সোমবার (৭ নভম্বর) ভোরে উপজেলা শহরের থানা রোডে অবস্থিত ভাই ভাই জুয়েলার্সে এই চুরির ঘটনা হয়।
এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, ভোর সাড়ে ৪টার দিকে ভাই ভাই জুয়েলার্সে একদল চোর প্রথমে পুলিশ পরিচয় দিয়ে নৈশপ্রহরীকে আটক করে।
পরে দোকানের তালা ভেঙে প্রবেশ করে কানের দুল, চেইন, আংটি, টিকলিসহ বিভিন্ন তৈরি গয়না লুট করে। যাওয়ার সময় নৈশপ্রহরী আব্দুর রশিদের চোখ-মুখ বেঁধে তাকে তুলে নিয়ে যায় ডাকাতদল। পরে সকালে ফরিদপুরের মধুখালী এলাকায় মারধর করে তাকে ফেলে রেখে যায়। স্থানীয়রা সকালে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
চোরদল ১৫ ভরি সোনা ও ৮০ ভরি রুপার গয়না লুট করেছে বলে দাবি দোকান মালিক উজ্জল সরকারের।
এ বিষয়ে শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আক্তারুজ্জামান বলেন, ডাকাতির ঘটনা নিয়ে পুলিশের একাধিক দল কাজ করছে, বিস্তারিত পরে জানানো হবে।

