ডিপি ডেস্ক :
গোপালগঞ্জের মুকসুদপুরে ডাব চুরি করা দেখে ফেলায় মারধরের শিকার হয়ে গাছের মালিক মোয়াজ্জেম শিকদার (৬০) নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দিগনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
গ্রেপ্তাররা হলেন, দিগনগর গ্রামের তারা ফকিরের ছেলে মুন্না ফকির (২০) ও মৃত আসলাম ফকিরের ছেলে হাসিব ফকির (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মুন্না ও হাসিব ডাব চুরি করতে মোয়াজ্জেম শিকদারের বাড়িতে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে বাড়ির মালিক তাদের ধরে ফেলেন। এসময় দুজন মিলে তাকে কিল-ঘুষি ও ধাক্কা দিলে তিনি মাটিতে পড়ে আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রাত ৯টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ইন্সপেক্টর তদন্ত শীতল চন্দ্র পাল জানান, ঘটনার পর স্থানীয়রা দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গ্রেপ্তারদের গোপালগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে জানান তিনি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.