Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বৃহস্পতিবার তফসিল ঘোষণা

অনলাইন ডেস্ক :

আগামীকাল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার সময় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বুধবার (১০ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বেতারে তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

ভাষণ রেকর্ডের পর সব কমিশনার সিইসির রুমে বৈঠক করেন।
বৈঠক শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বিস্তারিত জানান।

এ সময় সচিব আখতার আহমেদ বলেন, আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনাদের জানিয়ে দিবেন। তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন।হাইকোর্টের রায়ে বাগেরহাটের সীমানা পুনর্বহাল করা হয়েছে। এ বিষয়ে কমিশন কী সিদ্ধান্ত নিবে জানতে চাইলে তিনি বলেন, আমরা সীমানা নিয়ে একটা খবর পেয়েছি। আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে।

Exit mobile version