ডিপি ডেস্ক :
নাটোরের লালপুরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে মেহেদী হাসান (২১) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দিকে উপজেলার রুইগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদী উপজেলার অর্জুনপুর গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।

