প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ১২:০১ এ.এম
নাটোরের লালপুরে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত, আহত ১
ডিপি ডেস্ক :
নাটোরের লালপুরে ট্রলি ও মোটরসাইকেলের সংঘর্ষে মেহেদী হাসান (২১) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো এক মোটরসাইকেল আরোহী। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর দিকে উপজেলার রুইগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মেহেদী উপজেলার অর্জুনপুর গ্রামের সাজেদুল ইসলামের ছেলে।
অপরদিকে আহত আরোহীর নাম নাফিজ (১৯)। তিনি ওই এলাকার শরিফের ছেলে।স্থানীয় সূত্র জানায়, রুইগাড়ি অভিমুখী দ্রুতগতির একটি ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে মোটরসাইকেল চালক মেহেদী (২১) মারা যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।