প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৫:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ১২:০২ এ.এম
পাবনার ঈশ্বরদী উপজেলায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সড়কে শিশু নিহত
ডিপি ডেস্ক :
পাবনার ঈশ্বরদী উপজেলায় মাদরাসা থেকে ফেরার পথে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোছা. জোবায়রা খাতুন (৮) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার মুলাডুলি ইউনিয়নের হাসিনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জোবায়রা উপজেলার মুলাডুলি বেতবাড়িয়া উম্মে কুলসুম কিন্ডারগার্টেন নূরানী মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী।প্রত্যক্ষদর্শীদের বরাতে ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী আব্দুস সালাম জানান, মাদরাসা ছুটির পর মেয়েকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন জিন্নাহ আলী।
পথে মুলাডুলি থেকে দাশুড়িয়া অভিমুখী দ্রুতগতির একটি ড্রাম ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু জোবায়রার। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বাবা জিন্নাহকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি রয়েছেন।
এ বিষয়ে ঈশ্বরদীর পাকশি হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এজাজ আহমেদ বলেন, ঘটনার পরপর ট্রাকচালক পালিয়ে গেছেন। স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.