প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ৫:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১২, ২০২৫, ১২:১২ এ.এম
গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে মেনে চলা জরুরি যে নিয়মগুলো
অনলাইন ডেস্ক :
অনেকের শরীরেই শীতের দিনে গ্যাস্ট্রিকের সমস্যা বেড়ে যায়। ঠাণ্ডার সময় হজম শক্তি কিছুটা ধীর হয়ে পড়ে, তাই দৈনন্দিন জীবনে কয়েকটি অভ্যাস মানলে এ সমস্যা সহজেই কমানো সম্ভব। চলুন, জেনে নিই গ্যাস্ট্রিকের সমস্যা কমাতে যা করবেন।
- পর্যাপ্ত পানি পান করুন
শীতকালে অনেকেই কম পানি পান করেন, যা হজমে সমস্যা বাড়ায়।তাই দিনে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা জরুরি।
- সকালে খালি পেটে মধু-লেবুর গরম পানি
যাদের স্বাভাবিকভাবেই অম্বলের সমস্যা বেশি, তারা প্রতিদিন সকালে হালকা গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে খেতে পারেন। এটি হজমশক্তি বাড়ায়।
- জোয়ান-জিরে দিয়ে তৈরি গরম পানি
শীতকালে খালি পেটে জোয়ান ও জিরে দিয়ে পানি ফুটিয়ে খেলে গ্যাস কমে এবং হজম ভালো হয়।আগের রাতে গরম পানিতে জোয়ান ভিজিয়ে রেখে সকালে তা খেতেও পারেন। চাইলে জিরে ভেজানো পানিও আলাদা করে খাওয়া যায়। সকালে পানিতে জিরে দিয়ে ফুটিয়ে পান করলেও উপকার হয়।
- রাতে ভেজানো জোয়ান বা জিরের পানি
একটি কাচের পাত্রে গরম পানিতে জোয়ান বা জিরে ভিজিয়ে পরের দিন সকালে ছেঁকে খেলে গ্যাস্ট্রিক অনেকটাই কমে।
গ্যাস্ট্রিকে কমাতে জীবনযাপনে যেসব নিয়ম মানবেন
১। খাবার খেয়েই কখনোই শুয়ে পড়বেন না।
২। ভারী খাবার খেলে অন্তত ৩ ঘণ্টা পর ঘুমাতে যান।
৩।খাবারের পর হালকা হাঁটাচলা করুন।
৪। খাবার আগে-পরে অন্তত ৩০ মিনিটের ব্যবধানে পানি পান করুন।
এই ছোট ছোট নিয়মগুলো মানলে শীতের দিনেও গ্যাস্ট্রিকের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।সূত্র: এবিপি
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.