Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কতা দিলেন ডোনাল্ড ট্রাম্প

অনলাইন ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে সতর্ক করে বলেছেন, এ ধরনের সংঘাত শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে।

ওভাল অফিসে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, এ ধরনের ঘটনা তৃতীয় বিশ্বযুদ্ধেও গিয়ে ঠেকতে পারে। আমি আগেও বলেছি সবাই যদি এভাবে খেলা চালিয়ে যায়, শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যাবে। আর আমরা কেউই তা দেখতে চাই না।

ট্রাম্প আরো জানান, যুক্তরাষ্ট্র একটি শান্তিচুক্তি করতে খুব জোরালোভাবে কাজ করছে, এবং তার দাবি, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ছাড়া বাকি সব পক্ষই সেই প্রচেষ্টাকে সমর্থন করছে।

জেলেনস্কি বহুদিন ধরেই বলে আসছেন, রাশিয়ার কাছে ভূখণ্ড ছাড় দিয়ে কোনো চুক্তিতে তিনি সম্মত হবেন না যা ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনার একটি অংশ।সূত্র : নিউজ উইক

Exit mobile version