Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ায় দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়া জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের যৌথ উদ্যোগে গতকাল জেলা প্রশাসকের সভাকক্ষে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) মো. জহির রায়হান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ আজাদ জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ওবায়দুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নুরানী ফেরদৌস দিশা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ জায়েদুর রহমান, বিজ্ঞ পিপি এড. অনুপ কুমার নন্দী, বিজ্ঞ জিপি এড. আ স ম আখতারুজ্জামান মাসুম, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব প্রমূখ।
সভায় প্রধান অতিথি মো. জহির রায়হান বলেন, তৃনমুল থেকে দুর্নীতির মুলোৎপাটন করা হবে। শুধু আইন প্রয়োগ করে নয়, আত্মশুদ্ধিই দুর্নীতি প্রতিরোধের প্রধান হাতিয়ার। দুর্নীতি মুক্ত হতে হবে প্রথমে নিজ পরিবার থেকে। এরপর সমাজ ও রাষ্ট্র থেকে দুর্নীতি বিদায় হবে।

Exit mobile version