মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশনে স্টেশন মাষ্টারের পদায়ন, দেড়শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী এই স্টেশনটি সংস্কার করে পূর্ণাঙ্গরূপে চালু এবং সব ট্রেনের স্টোপেজসহ ৭ দফা দাবিতে মিরপুর রেল স্টেশনে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় জনসাধারণ।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মিরপুর রেলওয়ে স্টেশনে রেললাইনের ওপর শুয়ে এবং ব্যানার হাতে দাঁড়িয়ে হাজার হাজার এলাকাবাসী অবরোধ কর্মসূচিতে অংশ নেন।
অবরোধের কারণে খুলনা-রাজশাহী ঢাকাগামী দুটি ট্রেন আটকা পড়ে। ফলে খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচলে সিডিউল বিপর্যয় ঘটে। এতে হাজার হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
এ বিষয়ে বিক্ষোভকারীরা জানান, শতবর্ষী মিরপুর রেলস্টেশনটি চালু ও নির্মাণের পর থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কার হয়নি। অবকাঠামোর বেহাল দশা, স্টেশন মাস্টারের অভাবসহ নানা সংকটে যাত্রীসেবা ব্যাহত হচ্ছে।এ কর্মসূচিতে কয়েক হাজার মানুষ অংশ নেন। ২ ঘন্টা পর কর্মসূচি চলাকালে রেলওয়ে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ায় কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এদিকে এই অবরোধ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

