
ডিপি ডেস্ক :
মেডিক্যাল ভর্তি পরীক্ষায় চান্স না পেয়ে নিজেকে শেষ করে দিলেন কুড়িগ্রামের মেধাবী শিক্ষার্থী নিয়ামুল ইসলাম নীরব। রবিবার সন্ধ্যায় রংপুরের একটি ছাত্রাবাস থেকে দেড় কিলোমিটার দূরে গিয়ে ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে শরীর এলিয়ে দেয় তিনি। কিছুক্ষণের মধ্যে পুরো শরীর পুড়ে গেলে মাটিতে পড়েন নীরব।
মৃত নীরবের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের চিলমারী এলাকায়।তার বাবা এরশাদুল হক ও মা নুরুন্নাহার বেগম। তারা দুজনেই শিক্ষকতা করেন।
এ বিষয়ে পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর শহরের লালবাগ এলাকার নুর ছাত্রাবাসে থাকতেন নিয়ামুল ইসলাম নীরব। সেখানে থেকে কোচিং করে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় অংশ নেন।কিন্তু ফল প্রকাশ হলে কোথাও চান্স পাননি তিনি। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন নীরব।
পরে রবিবার সন্ধ্যা ৭টা দিকে তার মেস থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে শহরের বালাপাড়া এলাকায় গিয়ে বিদ্যুতের খুঁটির ওপর উঠে ৩৩ হাজার ভোল্টেজের তারে নিজের শরীর এলিয়ে দেন এই শিক্ষার্থী। এতে বৈদ্যুতিক শকে তার সারা শরীর পুড়ে মাটিতে পড়ে যায়।পরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে বেরুবাড়ী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল হক জানান, বিষয়টি খুবই মর্মান্তিক। পরিবারের লোকজন সবাই শোকে স্তব্ধ। কথা বলার মতো অবস্থা নেই। মরদেহ বাড়িতে আনা হচ্ছে।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, বিষয়টি আমার জানা নেই, পুরো ঘটনাটা জেনে তারপর বিস্তারিত জানানো হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2026 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.