ডিপি ডেস্ক :
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আরিফ হোসেন (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মল্লিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার হকপাড়া এলাকার শাফায়েত হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে কালীগঞ্জ শহর থেকে যশোরের দিকে যাচ্ছিলেন আরিফ ও হাসান নামের আরেক যুবক।
তারা মল্লিকনগর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এ সময় উল্টো দিক থেকে আসা কালীগঞ্জগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

