Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কুষ্টিয়ার ভেড়ামারায় সড়ক দুর্ঘটনায় দুই পুলিশ সদস্য নিহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি :

কুষ্টিয়ার ভেড়ামারায় একটি কাভার্ডভ্যানের চাপায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। মোটরসাইকেলযোগে পাবনা থেকে কুষ্টিয়া যাওয়ার পথে এ দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন মোজহারুল ইসলাম, রংপুর জেলার ইটাকুমারী গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে, এবং কয়েস উদ্দিন, রাজশাহীর তানোর থানার রাতৈল এলাকার কছিমদ্দিনের ছেলে।

মোজহারুল ইসলাম পাবনা জেলা পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক (এসআই) হিসেবে এবং কয়েস উদ্দিন সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, দুপুর ১২টার দিকে তারা মোটরসাইকেলযোগে কুষ্টিয়া অভিমুখে রওনা দেন। ভেড়ামারার লালনশাহ সেতু পার হওয়ার পর একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা ঘটনাস্থলেই নিহত হন। তবে ঘাতক কাভার্ডভ্যানটি এখনও আটক করা যায়নি।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান জানান, দুর্ঘটনায় দুই কর্মকর্তা ঘটনাস্থলেই মারা গেছেন। তাঁদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।

Exit mobile version