
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার কুমারখালীতে নামাজের উদ্দেশ্যে বের হয়ে পুকুরে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর শাহীন হোসেন নামের ৬০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার সকালে কুমারখালী সরকারি কলেজ সংলগ্ন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শাহীন হোসেন পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
এ বিষয়ে নিহতের স্ত্রী সাহিদা বেগম জানান, তাঁর স্বামী নিয়মিত নামাজ পড়তেন এবং তাবলীগ জামায়াতের সাথে যুক্ত ছিলেন। শারীরিকভাবে অসুস্থ থাকায় এবং চোখে কম দেখার কারণে হয়তো অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা ইন্দ্র প্রসাদ বিশ্বাস জানান, পুকুরে স্যান্ডেল ভাসার সূত্র ধরে দীর্ঘ তল্লাশি চালিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2026 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.