
ডিপি ডেস্ক :
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় মুরগি কেনাকে কেন্দ্র করে সংঘর্ষে আইয়ুব আলী (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের দিঘিরপাড় আলগাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আফজাল মিয়ার খামারে মুরগি কিনতে যান আইয়ুব আলী। এ সময় ক্রেতাদের মধ্যে সিরিয়াল নিয়ে মুজিবুর মিয়ার সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে বিষয়টি হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ রয়েছে, মুজিবুর মিয়ার ছেলেরা আইয়ুব আলীর ওপর কিল-ঘুষি ও মারধর শুরু করেন। পরে স্থানীয়রা আহত অবস্থায় আইয়ুব আলীকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আইয়ুব আলী সদর ইউনিয়নের বাসিন্দা ও এয়াকুব আলীর ছেলে।
এ বিষয়ে নিহতের ভাতিজা বাহার উদ্দিনের অভিযোগ, মুরগি কেনার সিরিয়াল নিয়ে তর্কের জেরে সাব্বিরসহ তিন-চারজন মিলে আমার চাচাকে পিটিয়ে হত্যা করেছেন। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. কাওসার আহমেদ জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ বিষয়ে ইটনা থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2026 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.