অনলাইন ডেস্ক :
শহীদ ওসমান হাদির প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, কয়েক দিন আগে ২৪-এর আন্দোলনের এক সাহসী তরুণ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছেন।
তিনি বলেন, ওসমান হাদি চেয়েছিলেন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। তিনি চেয়েছিলেন এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হোক। এই দেশের মানুষ নিজেদের গণতন্ত্র ও অর্থনৈতিক অধিকার ফিরে পাক।
ওসমান হাদিসহ এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয় তবে আসুন, আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলি যেখানে আমরা সবাই মিলে কাজ করব, যেখানে আমরা সবাই মিলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব।

