অনলাইন ডেস্ক :
আগামী পাঁচ দিনে সারা দেশে ধীরে ধীরে তাপমাত্রা আরো কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের কারণে দেশের ওপর শীতের প্রভাব আরো বাড়তে পারে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার (৫ দিন) পূর্বাভাসে বলা হয়, সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আজ রাতের তাপমাত্রা সারা দেশে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রাও সামান্য কমবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় ও তৃতীয় দিন অর্থাৎ ২৬ ও ২৭ ডিসেম্বর সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে এ সময় শীতের অনুভূতি আগের মতোই বজায় থাকবে।চতুর্থ দিন (২৮ ডিসেম্বর) আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
এদিন সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমলে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে। পঞ্চম দিন (২৯ ডিসেম্বর) রাতের তাপমাত্রা আরও সামান্য কমলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আগামী পাঁচ দিন তাপমাত্রা কমার এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এর ফলে শীতের অনুভূতি বাড়ার পাশাপাশি ভোরের দিকে কুয়াশার প্রকোপও বজায় থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাজশাহীতে ১০.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস।আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৮ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৯ মিনিটে।

