Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাই : গ্রেপ্তার ৩ জন

ডিপি ডেস্ক :

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২৫ ডিসেম্বর) বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন রহমত (৪৩), আশিকুজ্জামান (২৫) ও ইমদাদুল ইসলাম (২৭)। তাদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর (সানাপাড়া) এলাকায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান (পিপিএম) জানান, বেতনা নদীর খনন করা মাটি অবৈধভাবে লুটের অভিযোগে গতকাল বুধবার কিসমত আলীকে মাটিভর্তি ট্রলিসহ আটক করে ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। পরে কিসমতের স্বজন ও সহযোগীরা পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে  বাধা দিতে গেলে ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মাহাবুর রহমান ও সিপাহী মেহেদী হাসান আহত হন।

আরো বলেন, এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়াসহ সংশ্লিষ্ট ধারায় সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়।

মামলার পর পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল (বিপিএম) এর নির্দেশনায় অভিযান চালানো হয়। অভিযানে গ্রেপ্তার তিনজন হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে এ ঘটনায় কিসমত আলীসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ১৪ থেকে ১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

Exit mobile version