ডিপি ডেস্ক :
ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার বাজিতে খালে টানা ১০০ বার ডুব দিয়ে ওঠার পর অসুস্থ হয়ে বাবুল মোল্লা (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বড়ইয়া কাচারিবাড়ি বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত বাবুল মোল্লা বড়ইয়া মোল্লা বাড়ির মো. আনছার মোল্লার ছেলে।
এ বিষয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে চালের বস্তা মাথায় নিয়ে বড়ইয়া কাচারি বাড়ি বাজারে আসেন।এ সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার একটি বাজির প্রেক্ষাপটে তিনি পাশের খালে নামার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শীরা জানান, গামছা পরে খালে নেমে বাবুল মোল্লা বাজির শর্ত অনুযায়ী টানা ১০০ বার ডুব সম্পন্ন করে উঠে আসেন। কিন্তু খাল থেকে ওঠার পরপরই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মুহূর্তের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাবুল মোল্লা দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক। সামান্য টাকার বাজিতে এমন একটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ও তার আকস্মিক মৃত্যুতে পরিবার এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2026 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.