Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

সুন্দরবনে সাড়ে ২১ কেজি হরিণের মাংসসহ দুই শিকারি আটক!

ডিপি ডেস্ক :

সুন্দরবনের ললিয়ানে অভিযান চালিয়ে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, মাথা, পা ও ফাঁদসহ দুজন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড। 

আটক ২জন হলেন খুলনা জেলার কয়রা উপজেলার ৬ নং কয়রার আজিবর মোল্লার ছেলে মো. আবু মুসা ও একই এলাকার জিজারুল ইসলামের ছেলে মো. ইমরান হোসেন।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ান কর্তৃক খুলনার দাকোপ থানাধীন সুন্দরবনের নলিয়ান সংলগ্ন মুচির দোয়ানী খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকা থেকে সাড়ে ২১ কেজি হরিণের মাংস, ১টি মাথা, ৪টি পা ও ৬০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ ২ জন হরিণ শিকারিকে আটক করা হয়।

জব্দকৃত হরিণের মাংস, মাথা, পা, ফাঁদ ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নলিয়ান ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Exit mobile version