Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক :

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শনিবার বেলা পৌনে ১১টায় গুলশানের নিজ বাসভবন থেকে যাত্রা শুরু করেন তিনি। প্রায় ১৫ মিনিটের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে পৌঁছান। কবর জিয়ারতের পাশাপাশি তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর তারেক রহমান নির্বাচন কমিশনের অফিসে যান, যেখানে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) রেজিস্ট্রেশনসহ ভোটার হিসেবে নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি ছিল। তবে হাসপাতালে কেউ উপস্থিত না থাকায় ওই কর্মসূচি বাতিল করা হয়।

Exit mobile version