Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকের টাকা না পেয়ে ভাবিকে কুপিয়ে জখম

ডিপি ডেস্ক :

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাদকের টাকা না দেওয়ায় ভাবিকে কুপিয়ে গুরুতর আহত করেছেন দেবর শিপন শেখ (২৬)। গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের হুলাইল গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত নারীর নাম রেহেনা বেগম (৩৩)। ঘটনার পর তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হুলাইল গ্রামের বারেক শেখের ছেলে শিপন শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শনিবার দুপুরে বড় ভাইয়ের স্ত্রী রেহেনা বেগমের কাছে মাদক কেনার টাকা চায় সে। ওই সময় রেহেনা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে এ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ‘দা’ দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে শিপন।

পরে রেহানাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে ঘটনাস্থল থেকে কোনো আলামত উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত শিপন শেখ একজন চিহ্নিত মাদকাসক্ত।এর আগেও সে একই পরিবারের অপর এক সদস্যকে কুপিয়ে আহত করেছিল।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Exit mobile version