Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কাল অর্ধবেলা দোকানপাট-শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :

 

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাল বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা পর্যন্ত দেশের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি নাজমুল হাসান মাহমুদ।

সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।

আগামীকাল ৩১ ডিসেম্বর বুধবার, রাষ্ট্রীয় শোক পালন ও দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, শপিং মল বিকেল ৩টা পর্যন্ত বন্ধ রাখার জন্য অনুরোধ জানিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
Exit mobile version