প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১০:২০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১২:১২ এ.এম
শীতে পানি গরম করতে হিটার রড ব্যবহারে যেসব সতর্কতা
অনলাইন ডেস্ক :
গত কয়েকদিনে সারা দেশে তীব্র শীত পড়ছে। ফলস্বরূপ, অনেকেই পানি গরম করার জন্য গিজার, হিটার বা বৈদ্যুতিক রড, যা ইমারশান রড নামেও পরিচিত, তা ব্যবহার করেন। এই ওয়াটার হিটারের বৈদ্যুতিক রড বেশ বিপজ্জনক হতে পারে।প্রায় সময়ই এমন দুর্ঘটনার কথা সংবাদমাধ্যমগুলোতে দেখা যায়।
এর পেছনে কারণ হতে পারে নিম্নমানের হিটার বা অসতর্কতা। এ ছাড়া বৈদ্যুতিক ওয়াটার হিটার রড বা গিজারের সঙ্গে সঠিক আর্থিং ব্যবহার করা উচিত। আর্থিং তারটি না থাকলে তীব্র বৈদ্যুতিক শক লাগতে পারে।গিজার বা বৈদ্যুতিক রড ব্যবহার করলে সব সময় একটি আরসিসিবি/ইএলসিবি ইনস্টল করুন।শুধু গিজার বা বৈদ্যুতিক রড লাইনে ৩০এমএ আরসিসিবি/ইএলসিবি ব্যবহার করুন।
গরম পানি ব্যবহার করার আগে রডটি খুলে ফেলতে ভুলবেন না। এতে শর্ট সার্কিটের সম্ভাবনা দূর হয়। কারণ শর্ট সার্কিট হলে আরো বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে।বৈদ্যুতিক গিজার বা বৈদ্যুতিক রডের তারগুলো সঠিকভাবে পরীক্ষা করা উচিত। তারের ক্ষতি হলে বড় সমস্যা হতে পারে।ভেজা হাতে সুইচ অন বা অফ করবেন না, কারণ এতে শক লাগার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2026 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.