ডিপি ডেস্ক :
রাজশাহী স্টেশনে চলন্ত ট্রেনে ওঠার সময় নিচে পড়ে গিয়ে রূপা বেগম (২৫) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওঠার সময় প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।নিহত রূপা বেগমের বাড়ি জেলার দুর্গাপুর উপজেলার তিউরকুড়ি গ্রামে। তার স্বামীর নাম অনিক।
অনিক ঢাকা একটি ফার্নিচারের দোকানে কাজ করেন।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৪টার সময় রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা শুরু করে। এ ট্রেনে রূপা ও তার স্বামী অনিক ঢাকায় যাওয়ার জন্য রাজশাহী রেলওয়ে স্টেশনে আসেন। কিন্তু তারা ট্রেনের কাছে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দেয়।
তারা দ্রুত তাদের সঙ্গে আনা বিছানাপত্র ট্রেনে তুলে দেন। এ সময় রূপা ট্রেনে দৌড়ে উঠতে গেলে পা পিছলে পড়ে যান প্ল্যাটফর্মে। এতে তিনি মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হোন। পরে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনায়েতুল হক বলেন, রেলওয়ে স্টেশন থেকে রূপাকে উদ্ধার করে রাজশাহী হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ হাসপাতালে রয়েছে।
এ বিষয়ে রাজশাহী রেলওয়ের জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ট্রেনটি ছেড়ে দিয়েছিল। তখন উঠার সময় পড়ে গিয়ে প্লাটফর্মে আঘাত পেয়ে রূপা আহত হন।পরে হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2026 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.