
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুরে র্যাবের অভিযানে চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী গিট্টু বাহিনী প্রধানসহ দুই সন্ত্রাসী আটক হয়েছে এবং উদ্ধার হয়েছে বিদেশি রিভালবার, পিস্তুল, গুলি ও ম্যাগাজিন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলার পার্শ্ববতী বাজুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের আটক করে মেহেরপুর র?্যাব-১২ সিপিসি-৩ এর আভিযানিক দল। আটক সন্ত্রাসীরা দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের সিদ্দিক আলীর ছেলে গিট্টু বাহিনী প্রধান সোহাগ হোসেন ওরফে গিট্টু (২১) এবং তার অন্যতম সহযোগি একই গ্রামের মৃত দিদার মন্ডলের ছেলে মিশন ইসলাম (১৯)। এরা দু’জনেই চরাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী এবং গিট্টু বাহিনী নামে তাদের একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে।
এছাড়াও আটক সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের একাধিক মামলাও রয়েছে। র?্যাব সূত্র জানায়, দৌলতপুর সদর ইউনিয়নের বাজুডাঙ্গা গ্রামে মাদক উদ্ধারে অভিযান চালানোর সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। এসময় সোহাগ হোসেন ওরফে গিট্টুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি এবং মিশন ইসলামের কাছ থেকে একটি বিদেশি রিভালবার, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এছাড়াও তাদের কাছ থেকে নগদ ১০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তাদের মেহেরপুর র্যাব ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাবাদ করা হয়। বিদেশী অস্ত্রসহ আটকের বিষয়ে র?্যাব-১২ সিপিসি-৩ এর ক্যাম্প কমান্ডার কে. এ. এম. মামুন খান বলেন, আগ্নেয়াস্ত্রসহ আটককৃতদের দৌলতপুর থানায় হস্তান্তর করার আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অভিযানের বিষয়টি শুনেছি, তবে এখনো আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2026 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.