ন্যাশনাল ডেস্ক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার ১৪ নম্বর আসামি শামীম বিল্লাহকে সাতক্ষীরার শ্যামনগর থেকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার ইছাকুড় গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
শ্যামনগর থানার উপ-পরিদর্শক আনিছুর রহমান সাংবাদিকদের জানান, শামীমকে ঢাকা গোয়েন্দা পুলিশের একটি দল গ্রেফতার করে নিয়ে গেছে। তারাই এখন বিস্তারিত বলতে পারবেন।
শামীম বিল্লাহ উপজেলার ইছাকুড় গ্রামের বাবলু রহমানের ছেলে। তিনি বুয়েটের নেভাল অ্যান্ড আর্কিটেকচার বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।