
এই অসহায় শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসুন ,আমার আপনার সকলের একটু আর্থিক সহযোগিতাই বাঁচতে পারে শিশুটির জীবন
মাহমুদ হাসান (কু্ষ্টিয়া) : শিশুটির নাম ইভা ,বাবা একজন দিনমজুর। শিশুটিকে নিয়ে বাবার অনেক স্বপ্ন ছিল। সব স্বপ্নই যেন ভেঙে চুরমার হয়ে গেল ৫ মাস আগে যখন জানতে পারল তার ছোট মেয়ের একটি কিডনি ৯৬% ড্যামেজ ও হার্টে ব্লক ।শিশুটির পরিবার এখন তার মেয়েকে বাঁচাতে সকলের দিকে চেয়ে আছে তার গরিব পিতার পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়।
শিশুটির বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কাচেরকোল ইউনিয়নের বিত্তিপাড়া গ্রামে। থাকে সরকারি খাস জায়গায়। শিশুটি ও তার পরিবার এই পৃথিবীর দিকে তাকিয়ে রয়েছে যেনো তাকে এই অল্প বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে না যেতে হয়। এই পৃথিবীর মানুষগুলো যেন তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসে। আমরা বিশ্বাস করি, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য।
আসুন এই বিশ্বাসকে আরো দৃঢ় করার জন্য শিশুটিকে আর্থিক সহযোগিতা করে তার জীবনটা যেন অকালে হারিয়ে না যায় সেই ব্যবস্থা করে দি।
শিশুটির সহযোগিতা করার ঠিকানা:-
নাম:- ইভা খাতুন(৭), পিতা:- হান্নান ,কাচেরকোল শৈলকূপা, ঝিনাইদহ। মোবাইল নং- ০1308-566090 (বিকাশ)