বিনোদন ডেস্ক : সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনত্রী সুস্মিতা সেন তার পেশাগত কাজের চেয়ে বেশি ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন। ইনস্টাগ্রামে নিয়মিত ছবি ও ভিডি আপলোড করেন তিনি। গত মাসে কয়েকটি ভিডিও প্রকাশ করেন। এতে দুই মেয়ে আলিশা ও রেনের সাথে স্কুবা ডাইভিং করতে দেখা গেছে সুস্মিতাকে। ভিডিওতে মেয়েকে নির্দেশনা দিতেও দেখা গেছে তাকে। স্কুবা ডাইভিংয়ের ভিডিওগুলো এরইমধ্যে ভাইরাল হয়েছে। একটি ভিডিও ৪ লাখ ৬০ হাজারের বেশি বার দেখা হয়েছে।
স্কুবা ডাইভিংয়ে মেয়েদের দক্ষতায় মুগ্ধ সুস্মিতা। ইনস্টাগ্রামে লিখেছেন, আলিশাকে ডাইভ দিতে বললাম। চোখের পলক না ফেলতেই সে সেটি করে দেখালো। আমাদের সন্তানরা আমাদের থেকেই আত্মবিশ্বাসটা পায়। আমাদের ভয়গুলো কখনোই তাদের মধ্যে দিয়ে দেয়া উচিত নয়, অবচেতনভাবেও। অনুশীলনের মাধ্যমেই তাদের সাহস আমাদের ভয়কে ছাড়িয়ে যাবে। আলিশাকে নিয়ে গর্বিত।