সৌদি নারীরা এসএমএসে বিবাহবিচ্ছেদের খবর পাবেন

ইন্টারন্যাশনাল ডেস্ক: এখন থেকে বিবাহ বিচ্ছেদ কার্যকর হওয়ার তথ্য মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন সৌদি নারীরা। আজ রোববার থেকে নতুন এই আইনটি কার্যকর করা হচ্ছে দেশটিতে।
নতুন ওই বিধি অনুযায়ী, বিচ্ছেদের আবেদন অনুমোদন হলে আদালত এসএমএস পাঠিয়ে বিষয়টি নারীদের নিশ্চিত করবে।
এ বিষয়ে সৌদি আরবের নারী আইনজীবীরা জানান, নতুন এই বিধির ফলে সৌদি নারীদের ক্ষেত্রে হঠাৎ করে বিচ্ছেদের প্রবণতা বন্ধ হবে। এর আগে স্ত্রীদের কোনো কিছু না জানিয়েই বিয়ে ভেঙ্গে দিতে পারতেন স্বামীরা যা ‘গোপন তালাক’ নামে পরিচিত।

সৌদি আইনজীবী নাসরিন আল-গামদি জানান, নতুন এই বিধির ফলে বিচ্ছেদের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার রোধ হবে।

তবে এখনও দেশটিতে আইন সাপেক্ষে পুরুষ অভিভাবকত্বেই আছেন নারীরা।

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় বসার পর দেশটিতে নারীদের যে সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে তার সৌদি আরবের ইতিহাসে নজিরবিহীন। তবে এখনও বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সৌদি নারীদের পরিবারের পুরুষ কর্তার সঙ্গে অনুমতি নিতে হবে। ক্ষেত্রগুলো হলো- পাসপোর্টের জন্য আবেদন, বিদেশ ভ্রমণ, বিয়ে, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, সার্জারি, ব্যবসা ও কারাগার ত্যাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *