Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে বিজিবি আটক ১

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শা সীমান্তে অভিযান চালিয়ে ৪০৫ বোতল ফেন্সিডিল উদ্বার করেছে বিজিবি। এ সময় তরিকুল ইসলাম লালু (২৭) নামে একজন মাদক ব্যবসায়ীর বাড়িতে মাটিতে পুঁতে রাখা ৫ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করে।

সোমবার (১৪ অক্টোবর) ভোরে তাকে আটক করা হয়।সে যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামের নুর হোসেনের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম রেজা জানান,গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি কোম্পানি সদরের নায়েক ইয়ার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার শিকড়ির মাঠে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেনসিডিল মালিকবিহীন উদ্ধার করে। অন্য দিকে শার্শার কাশিপুর থেকে ৫ বোতল ফেনসিডিল সহ তরিকুল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। আটক আসামি ও ফেনসিডিল সহ থানায় হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version