কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ায় পল্লী চিকিৎসক এসোসিয়েশনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল মেহেরজান চাইনিজ রেস্টুরেন্টে কেক কেটে ও আলোচনার মধ্য দিয়ে পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএমএর মহাসচিব ও স্বাচিপের সভাপতি ডাঃ আমিনুল হক রতন। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র আলহাজ্ব মতিয়ার রহমান মজনু, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি আলহাজ¦ রাশেদুল ইসলাম বিপ্লব। সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ডাঃ আতিয়ার রহমান। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ডাঃ রবিউল আলম। প্রধান অতিথি বিএমএর মহাসচিব ও স্বাচিপের সভাপতি ডাঃ আমিনুল হক রতন বলেন, গ্রামের সাধারণ মানুষের মাঝে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে যারা সেবা দেন তারাই হলেন পল্লী চিকিৎসক।
আমরা প্রেসক্রিপশন লিখে ছেড়ে দেই। পল্লী চিকিৎসকরা ঐ রুগীর প্রেসার মাপা, ইনজেকশন দেওয়া ও ঔষধ খাওয়ানোর কাজটা তারাই করে থাকে। আমরা কোন রুগীর বাড়ি যাই না কিন্তু পল্লী চিকিসকরা বাড়ি বাড়ি গিয়ে সেবা দিয়ে থাকেন। তিনি আরও বলেন, পল্লী চিকিৎসকরা গ্রাম বাংলার সাধারণ মাানুষের পল্লীপ্রাণ। কুষ্টিয়ার শতাধিক পল্লী চিকিৎসক এই সমাবেশে যোগ দেন।