ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : পপুলেশন সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)'র যশোর সংযোগ প্রকল্পের আয়োজনে এইডস ও এর প্রতিকারের লক্ষে সাধারণ মানুষকে সচেতনতায় করনীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পিএসটিসির সংযোগ প্রকল্পের জেলা সমন্ময়কারী সৈয়েদা নুরে নাবিলা তাবাসসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে এসময় পধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডাঃ অশোক কুমার সাহা।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী মেডিকেল সার্জেন্টসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত জনসাধারণ।
পিএসটিসির সংযোগ এর বিভিন্ন কর্মকান্ডের উপর তথা এইডস ও এর সংক্রামনের হাত থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায় সে বিষয়ে বিস্তর আলোচনা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন অতিথিরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পিএসটিসির ফিল্ড সুপার ভাইজার উৎপল রায়।
<p>পরিচিতি</p><p>প্রকাশক ও সম্পাদক - মোঃ সালমান শাহেদ</p><p>বার্তা সম্পাদক - সজীব কুমার নন্দী</p><p>যোগাযোগ</p><p>ঢাকা অফিস: ৯৫ আজিজ ম্যানশন, (৩য়) তলা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, কাকলী বনানী ঢাকা-১২১৩ বাংলাদেশ। </p><p>১৩৪ এন.এস.রোড, কুষ্টিয়া - ৭০০০, বাংলাদেশ।</p><p>ফোন - +৮৮০-১৮৩১-৩৬৬০১২</p><p>ই-মেইল - info@desherpotrika.com</p><p>সতর্কতা</p><p>এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার ও কপি করা বেআইনি।</p><p>© কপিরাইট ২০১৮ । www.desherpotrika.com</p>
Copyright © 2025 দেশের পত্রিকা - দেশের পত্রিকা দেশের কথা বলে. All rights reserved.