জেলা প্রতিনিধি কুষ্টিয়া : কুষ্টিয়া জেলার নতুন সার্কিট হাউস ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। বুধবার সকালে তিনি কুষ্টিয়া সার্কিট হাউসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য, সাবেক ছাত্রনেতা আঃকঃ মঃ সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া ৪ আসনের সংসদ জনাব সেলিম আলতাফ জর্জ, জেলা প্রসাশক আসলাম হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি সদর উদ্দীন খাঁন , জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামীলীগ এর তথ্যও গবেষনা সম্পাদক ও কেপিসির সভাপতি হাজী রাশেদুল ইসলাম বিপ্লবসহ জেলা আওয়ামীলীগের নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় মাহবুব উল আলম হানিফ এমপি বলেন কাজের প্রতি দায়িত্বশীল হলেই সফলতা আসবে। আমাদের প্রত্যেকের পরিশ্রম ও আন্তরিকতার কারনে সফলতার সাথে এগিয়ে যাচ্ছে জেলার প্রতিটি প্রকল্পের উন্নয়নমুলক কাজ। এসব কাজ বাস্তবায়নে আপনার সমস্যা যদি আপনি সৃষ্টি করেন তা কোনভাবেই মেনে নেয়া হবে না। প্রত্যেকটি উন্নয়নমুৃল কাজে সঠিকভাবে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। উন্নয়নমুলক প্রতিটি কাজের প্রতি দায়িত্বশীল হলে সফলতা আসবেই। সঠিক তদারকী করে দায়িত্ব পালন করতে না পারলে সরে দাড়াতে হবে। কাজের প্রতি দায়িত্বহীনতার পরিচয় দিবেন না।