Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

কে এগিয়ে ,স্মিথ না গেইল ?

অনলাইন ডেস্ক: একজন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক, অন্যজন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় তারকা। একজন ঠাণ্ডা মাথার খেলোয়াড়, অন্যজন ধুম-ধাড়াক্কা খেলায় ওস্তাদ।
বলছি স্টিভেন স্মিথ ও ক্রিস গেইলের কথা। কিন্তু দুইজনের মধ্যে কে এগিয়ে? জানালেন রংপুরের রাইডার্সের মেহেদী মারুফ।

মেহেদী মারুফ এগিয়ে রাখছেন গেইলকেই। আজ মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, আমাদের দলে গেইল আছে। গেইল বাংলাদেশে অনেক বছর ধরে খেলে। এটা আমাদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। স্মিথের বোধহয় প্রথম বিপিএল। ইভেন বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ ছাড়া কোনো খেলা খেলতে আসেনি। সো অ্যাডভানটেজ থাকবে গেইলের জন্যই। ওর এখানকার বোলারদের সবাইকেই জানা। আমি বিগ বস কে এগিয়ে রাখব।’

প্রথম ম্যাচে হার দিয়ে বিপিএল শুরু করে রংপুর। তবে দ্বিতীয় ম্যাচেই পায় জয়ের দেখা। পরের ম্যাচ কুমিল্লার বিপক্ষে। তাই মেহেদীদের চিন্তায় এখন শুধু কুমিল্লা। তিনি জানান, ‘আসলে প্রতি দল নিয়েই আগে থেকে প্ল্যান শুরু হয়। আমাদের স্পেসিফিক কুমিল্লাকে নিয়েই প্ল্যান এখন। ওদের শক্তি দুর্বলতা। আমরা লাস্ট ম্যাচ জেতাতে আমরা সবাই ফুরফুরে মেজাজে আছি। আমাদের সবার কনফিডেন্ট ভালো। ব্যাটিং বোলিং দুইটাতেই ভালো হয়েছে। এখন আমাদের কুমিল্লার শক্তি দুর্বলতা নিয়ে দেখছি। আমরা একটা একটা ম্যাচ নিয়ে অগ্রসর হচ্ছি।’

প্রথম দুই ম্যাচে গেইলকে পায়নি রংপুর। অনাপত্তিপত্র না থাকায় থাকেন তিনি মাঠের বাইরে। কুমিল্লার বিপক্ষেই ফিরবেন তিনি। ওই ম্যাচেই দেখা যাবে কে সেরা। গেইল নাকি স্মিথ।

Exit mobile version