কুষ্টিয়ায় ৮০৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের কর্মবিরতি

কুষ্টিয়া প্রতিনিধি : শিক্ষক মর্যাদার যয় হোক এই শ্লোগানকে সামনে রেখে গতকাল কুষ্টিয়া জেলার ৮০৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষক দের ১০ তম গ্রেড বাস্তকায়নের লক্ষ্যে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রিয় কমিটির ঘোষিত কর্মসূচি হিসেবে গতকাল কুষ্টিয়া জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাকার্য অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে।

দাবি মানা না হলে আজ পূর্ণদিবস কর্মবিরতি চলবে। যতদিন পর্যন্ত এ দাবী মানা না হবে ততদিন পর্যন্ত অবধি শিক্ষকদের এ কর্মুবরতি চলবে বলে জানান বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাসুদ করিম।তবে ১৭ অক্টোবর আজকে আন্দোলনের পর যদি দাবী মানা না হয় তাহলে ২৩ অক্টোবর ঢাকাতে শিক্ষক সমাবেশ এর মাধ্যমে লাগাতার কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান শিক্ষক সমিতির সদস্যরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *