বেনাপোল কাস্টম হাউস , জয়ধ্বনিতে মুখরিত

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : বেনাপোলে জয়! ক্যারিশম্যটিক জয়। ‘তিনশ সেকেন্ড’র হিরো জয়। শিল্পের প্রায় সকল কলায় বিচরণে ধীমান প্রতিভার নাম জয়। গুনী জয়ের ভক্ত এখানেও অনেকেই। তিনি এলেন পুর্বাভাস ছাড়াই। অনুপ্রেরণার গল্প শুনতে, শোনাতে! এনবিআরের অধীন প্রথম কোন দপ্তরের মাঠের কর্মকান্ড দেখতে।

কমিশনার কক্ষে আজ পূর্বাহ্ণে হঠাৎ সদলবলে দৃশ্যমান জয়! বেনাপোলের কাস্টমসের পরিবর্তন দেখবেন। মাননীয় চেয়ারম্যান, এনবিআর মোশাররফ হোসেন ভুঁইয়া, এনডিসি Mosharraf Bhuiyan মাঠের অভিজ্ঞতা নিতে তাঁকে পাঠিয়েছেন। বেনাপোল পরিবর্তনের শত গল্পে এ দেড় বছর যিনি শক্তি, সাহস, প্রেরণা যুগিয়েছেন।

বলছিলেন শাহরিয়ার নাজিম জয় Nazim Joy। মেধা ও সেন্স ব্যবহারে অবিকল্প জয়। অভিনেতা, নির্মাতা, পরিচালক, শিক্ষক, উপস্থাপক, কাহিনিকার—জয়ের জয়জয়কার। এটিএনখ্যাত সেন্স অব হিউমারের জয়! ঈর্ষণীয় জনপ্রিয়তায়। কখনো ভয়ংকর, কখনো নির্ভার! এবার কোন ‘সেন্স’ নিয়ে, শংকা!

বার বছর আগে শেষ এসেছিলেন বেনাপোলে। সম্প্রতি এনবিআরে গল্প শুনেছেন বদলে যাওয়ার, বদলে দেয়ার। আজ নিজে দেখবেন, দেশবাসীকে বলবেন।

অনুপ্রেরণা সংক্রামক! বেনাপোলে স্বাগত জয়! জয় এলেন, দিনভর ঘুরলেন। খুঁটিয়ে দেখলেন! চলনে, বলনে, কথনে, বুননে, উপস্থাপনে শেষে জয়ই জয়ী! বহুমুখী সঞ্চালনায় শুল্কজনের মন জয়েও। অন্তত আজকের আনকোরা উদ্যমী গল্পের অসাধারণ উপস্থাপনার জন্য হলেও। দেশপ্রেম, দেশের মানুষপ্রেম, দেয়ার ইতিবাচক অদম্য মন, সেবার মনন থাকলে বাকীটা জয়ের মুখেই শোনা যাবে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা চেয়ারম্যান স্যার। তাঁর সৌজন্যে আজ জয়প্রাপ্তি! শাবাশ, আমার দুর্দম সহকর্মীগণ, যাঁরা দৃশ্যমান সফলতার বর্ণিল অনুপ্রেরণার গল্পের কুশীলব। ধন্যবাদ চ্যানেল আই, আজকের জয় টীমের কলাকুশলী ও সকল সমপৃক্তজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *