Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

ফিফা সভাপতি : ঢাকার জ্যামকে ধন্যবাদ জানান।

স্পোর্টস ডেস্ক : এক দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিলেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন তিনি। সকালে সাড়ে ১০ নাগাদ সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

তারপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবন পরিদর্শন করেন ইনফান্তিনো। বাফুফে থেকে ফিরে বেলা ২টা ২০-এ প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলে সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার কথা ছিল তার। কিন্তু ঠিক এক ঘণ্টা দেরিতে শুরু হয় সে সংবাদ সম্মেলন। মূলত ঢাকার জ্যামে আটকা পড়েছেন ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বস।

তবে এই জ্যামে তিনি বিরক্ত না হয়ে বরং উপভোগ করেছেন। তাই তো ঢাকার জ্যামকে ধন্যবাদ জানান ইনফান্তিনো। তিনি বলেন, ধন্যবাদ ঢাকার ট্রাফিক জ্যামকে। আমাদের বেশিরভাগ সময় গাড়িতে বসে কাটাতে হয়েছে। যদিও সেখানে বাফুফের সভাপতির সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করে ফেলেছি।

সংবাদ সম্মেলনের শুরুতে ফিফা প্রধান বলেন, বাংলাদেশ নিয়ে আমার ধারণা অন্যরকম ছিল। আসলে আমি এমন একটি জাতি খুঁজে পেয়েছি যেখানে ফুটবল শুধু খেলাই নয়, এখানের মানুষ ফুটবলের স্বপ্নেই বেঁচে আছে। আর এটাই আমাদের মূল লক্ষ্য।

বিশ্ব বিভিন্ন প্রান্তের সঙ্গে বাংলাদেশের ফুটবলও একদিন এগিয়ে যাবে। এমনটাই প্রত্যাশা তার। জিয়ান্নি ইনফান্তিনো বলেন, আমরা এখানে শুধু কমিটি দিতে অথবা মিটিং করতে কাজ করছি না। আমাদের মূল কাজ হচ্ছে বিশ্ব ফুটবলের উন্নতি। আর সেটির জন্যই আমরা পরিকল্পনা অনুযায়ী এগুচ্ছি। আশা করি বাংলাদেশও একদিন মূল মঞ্চে খেলবে।

Exit mobile version