ইকরামুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি : শার্শা ও বেনাপোল পোর্ট থানায় পৃথক অভিযানে পলাতক ওয়ারেন্ট ভুক্ত ১১ জন আসামিকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা মাদক সহ বিভিন্ন মামলার আসামি।
শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা সুত্র জানায়, এরা দীর্ঘদিন ধরে মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামি ছিল। গোপন সুত্রে খবর পেয়ে বৃহস্পতিবারে রাত্রে অভিযান চালিয়ে এদের বিভিন্ন গ্রাম থেকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার এসআই শাহিন ফরহাদ ও শার্শা থানার এস আই মিহির হোসেন বলেন, গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামিদের শুক্রবার সকালে যশোর জেল হাজতে পাঠানো হয়েছে।
শার্শা থানার ওসি আতাউর রহমান ও বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের যশোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।