বেনাপোলে ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের বোমা হামলার অভিযোগ !

ইকরামুল ইসলাম বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির চেয়ারম্যান ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী আজিম উদ্দিন গাজীর নিজ বাসভবনে রাতে কে বা কারা বোমা বিষ্ফোরণ ঘটায়। তবে তেমন কোন ক্ষয় ক্ষতি হয়নি। শুক্রবার ভোর রাতে এঘটনা ঘটে।

আজিম উদ্দিন বলেন, ভোর রাতে দুইটি বোমা বিষ্ফরিণের শব্দ শুনতে পাই। তার বাড়িতে গাড়ি রাখার গ্যারেজ ঘরের ছাদের উপর বোমা দুটি বিষ্ফিরিত হয়। বোমা বিষ্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটে নাই। তিনি বেনাপোল-শার্শা- ঝিকোরগাছা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বেনাপোল ট্রাক মালিক সমিতির চেয়ারম্যান পদে দায়িত্বে আছেন।
তিনি আরো বলেন, বেনাপোলে পৌর ট্রাক টোল আদায় বন্ধ হওয়ায় এ ঘটনা ঘটতে পারে। আমার কোন পূর্ব শত্রুতা নেই। কে বা কারা রাতে এ ঘটনা ঘটালো তাদের কে দেখতে পাই নাই।

শুক্রবার বিকালে এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করেছেন তিনি। জিডি নং-৭০১ তাং১৮/১০/১৯। এ ঘটনার সাথে কারা জড়িত পুলিশ তাদের কে তদন্ত করে দ্রুত আইনের আওতায় আনবে।

এ বিষয়ে পোর্ট থানা ইনচার্জ মামুন খান জানান, শুক্রবার ভোর রাতে ব্যবসায়ী আজিম উদ্দিনের বাড়িতে বোমা বিষ্ফোরন হয়। খবর পেয়ে আমরা তার বাসার ছাদের উপরে ঘটোনাস্থল পরিদর্শন করি সেখানে দুটি বোমার বিষ্ফোরণের চিহ্ন দেখা যায়। এ ঘটনায় কোন হতাহতের ঘটে নাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *