Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

চট্টগ্রামে হর্কাস মার্কেটে আগুন !

ন্যাশনাল ডেস্ক : প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৬টায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট সংলগ্ন জহুর হকার্স মার্কেটে আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান।

শনিবার (১৯ অক্টোবর) ভোর রাত ৩টা ৫০ মিনিটের দিকে জহুর হকার্স মার্কেটে আগুনের সূত্রপাত হয়। এসময় দ্রুত আগুন পার্শ্ববর্তী জালালাবাদ মার্কেটেও ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে নগরীর ৩টি স্টেশন থেকে ১৩টি গাড়ি এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও একটি স্টেশন থেকে ২টি গাড়ি আনা হয়। আগ্রাবাদ, নন্দনকানন, চন্দনপুরা ও কালুরঘাট ফায়ার স্টেশনের ১৫টি গাড়ি আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়েছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন ঢাকা ট্রিবিউনকে জানান, “প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর সকাল পৌনে ৬টায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির মাত্রা জানা যায়নি।”

Exit mobile version