Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

তুরষ্ক -যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করলো

অনলাইন ডেস্ক : পাঁচ দিনের জন্য যুদ্ধবিরতি স্বাক্ষরের একদিন যেতেই চুক্তি ভঙ্গ করেছে তুরষ্ক। শনিবার সিরিয়ার উত্তরাঞ্চলে ফের হামলা চালিয়েছে তারা। এর আগে শুক্রবার এই অঞ্চলে ৫ দিনব্যাপী যুদ্ধবিরতি পালনের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সম্মত হয়েছিল এরদোগান সরকার। খবর জেরুজালেম পোস্টের।

শনিবার তুর্কি সীমান্ত দিয়ে ঢুকে সিরিয়ায় রাস-আল-আইনের দিকে অগ্রসর হতে দেখা গেছে তুর্কি বাহিনীর বেশ বড়সড় একটি ব্যাটেলিয়নকে। এসময় তারা বেশ কয়েকবার গোলাগুলিও চালিয়েছে বলে জানা যায়।

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকার এ ব্যাপারে বলেন, ‘আমরা আমাদের অভিযান ৫ দিনের জন্য স্থগিত রেখেছি। চুক্তি অনুযায়ী এ সময়ের মধ্যে কুর্দি জঙ্গিরা ওই অঞ্চল থেকে সরে পড়বে, আর আমরা তাদের অস্ত্রসস্ত্র ও আস্তানা ধ্বংস করে ফেলব। যদি এমন না ঘটে, তবে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখব।’

এদিকে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান কুর্দিদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, ‘কুর্দি যোদ্ধারা যদি ১২০ ঘন্টার মধ্যে আমাদের নির্ধা্রিত ‘সেইফ জোন’ ছেড়ে না যায়, তাহলে আমরা তাদের মাথা ভাঙতে বাধ্য হবো।’ তিনি আরও জানান, আগামী সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করে সিরিয়ার উত্তরাঞ্চলে শরণার্থীদের জন্য একটি নিরাপদ অঞ্চল গড়ে তোলার ব্যাপারে আলোচনা করবেন। এ বিষয়ে তিনি সিরীয় সরকারের সঙ্গেও আলোচনায় বসবেন বলে জানিয়েছেন এরদোগান।

Exit mobile version