Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

৩৩৭ জন গ্রেফতার পর্ণোগ্রাফি সাইট চালানোর দায়ে

অনলাইন ডেস্ক : ডার্ক ওয়েবে শিশু পর্ণোগ্রাফি সাইট চালানোর জন্য ১২টি দেশ থেকে মোট ৩৩৭ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা সংস্থা।

দক্ষিণ কোরিয়ায় ডার্ক ওয়েবে ‘ওয়েলকাম টু ভিডিও’ নামে যে শিশু পর্ণোগ্রাফি সাইটটি ছিলো তাতে ডিজিটাল কারেন্সি বিটকয়েন দিয়ে অবৈধভাবে ভিডিও ক্রয়-বিক্রয় হতো। ডিজিটাল কারেন্সি ব্যবহারের ফলে ব্যক্তির পরিচয় থাকতো গোপন।

বিটকয়েন লেনদেনের মাধ্যমে সাইটে আড়াই লাখ ভিডিও এর অ্যাক্সেস পাওয়া যেত। এ সাইট থেকে দৈনিক ডাউনলোড হওয়া ভিডিও এর সংখ্যা প্রায় ১০ লাখ। ২০১৫ সালের জুন থেকে থেকে শুরু করে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত অর্থাৎ সাইটিটি বন্ধ হওয়ার আগ পর্যন্ত আয় ছিলো ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়ার সমন্বয়ে গঠিত একটি যৌথ টাস্কফোর্স অভিযানটি পরিচালনা করে। এ বিষয়ে গোয়েন্দা সংস্থা জানায়, সাইটির অ্যাডমিন ২৩ বছর বয়সী জং উ সন দক্ষিণ কোরিয়ার নাগরিক। এ পর্যন্ত তার বিরুদ্ধে ৯টি অভিযোগ আনা হয়েছে।

তথ্যসূত্র: টেকজুম ডটটিভি

Exit mobile version