Site icon দেশের পত্রিকা – দেশের পত্রিকা দেশের কথা বলে

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিনের বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বন্দর ব্যবহারকারি ৭টি সংগঠনের প্রতিবাদ !

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজীর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার সময় বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির নিজস্ব কার্যালয়ে এ প্রতিবাদ সভা করেন বেনাপোল বন্দর ব্যবহারকারি ৭টি সংঠনের নেতা-কর্মীরা।

বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা-নাভারন- বাগ আঁচড়া-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুছা মাহমুদ।

ঝিকরগাছা-নাভারন- বাগ আঁচড়া-শার্শা-বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব সামছুর রহমানের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন বেনাপোল ট্রাক ও ট্যাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান ঘেনা, সাধারণ সম্পাদক শাহিন হোসেন। কোষাধ্যক্ষ আলহাজ্ব আবু সাঈদ, বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন(৯২৫)’র সভাপতি রাজু আহমেদ, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ সভাপতি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আতিকুজ্জামান সনি, জাহাঙ্গীর আলম, পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম। প্রচার সম্পাদক মুছা করিম, মশিয়ার রহমান, জাহাঙ্গীর মেম্বর প্রমুখ।

এসময় বেনাপোল বন্দর ব্যবহারকারি ৭টি সংগঠনের সমন্বয়ে গঠিত সমন্বয় পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় আলোচকরা ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজীর বাড়িতে বর্বরোচিত এ বোমা হামলার তীব্র প্রতিবাদ ও অবিলম্বে বোমা হামলাকারিদের আটক পূর্বক আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ প্রশানের হস্তক্ষেপ কামনা করা হয়।

Exit mobile version