আরিফুল ইসলাম আরিফ : মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট ডাক কর্মচারীদের প্রাণের দাবি ডাক অধিদপ্তর সহ ১৪ টি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে সরকারি নির্দেশনা থাকা সত্বেও ডাক মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ দাবি বাস্তবায়ন করছে না তার প্রতিবাদে ১৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ডাক কর্মচারী মহাসমাবেশ করে গতকাল সকাল ১০ ঘটিকায় রাজধানীর ঢাকা জিপিও দক্ষিণ গেট জিরো পয়েন্টে এ ডাক কর্মচারী মহাসমাবেশ টি অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুকুর মাহমুদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টু।এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলহাজ্ব মো সিরাজুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা।
বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আলহাজ্ব আমজাদ আলীর পরিচালনায় এ এ সময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এর নেতৃবৃন্দ।
এসময় প্রধান অতিথি ও প্রধান বক্তা বলেন ডাক কর্মচারীদের প্রাণের দাবি ডাক অধিদপ্তর সহ ১৪ টি অফিস স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করতে হবে সরকারি নির্দেশনা থাকা সত্বেও ডাক মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাগণ দাবি বাস্তবায়ন করছে না তাই এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে।